সত্যিই বিশ্বাস হচ্ছে না! এখন আপনি পাবেন Tut+ এর ১৮০ ডলার সমমূল্যের প্রিমিয়াম অ্যাকাউন্ট যার ভ্যালিড কী এক বছর ও সাথে থাকছে একটি Greeky টি-শার্ট একদম ফ্রীতে। আমি সহ আমার বেশ কয়েকজন বন্ধুরা ইতিমধ্যেই একটি প্রিমিয়াম অ্যাকাউন্ট এর মালিক টাও আবার ফ্রীতে। তাই আমাদের আনন্দ আপনাদের মাঝে বিলিয়ে দিতে আমার এই রেডহট টিউন নিয়ে আসলাম।
ওয়েব ও সার্ভার মনিটরিং প্ল্যাটফরম নিউরেলিক New Relic সম্প্রতি তাদের একটি প্রমোশনের এর অংশ হিসেবে যারা তাদের সার্ভিস অন্তত একবার টেস্ট করবে তাদের জন্য Tut+ এর ১৮০ ডলারের ১ বছরের একটি প্রিমিয়াম একাউন্ট ও ১ টি Greeky টিশার্ট সম্পুর্ণ ফ্রি দিচ্ছে। আর এই প্রমোশনের অংশ হিসেবে তাদের একটি ওয়েব এজেন্ট সার্ভারে ইন্সটল করতে হবে এবং করলেই ১ বছরের একটি প্রিমিয়াম একাউন্ট ও ১ টি Greeky টিশার্ট সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে। দুটি একই সাথে!!
সার্ভার শুনে ভয় পাবার কারণ নেই। কারণ নিচে আমি প্রতিটা স্টেপ এক এক করে গুছিয়ে বর্ণনা করেছি তাই নিচের কাজ গুলো সঠিক ভাবে সম্পন্ন করতে পারলেই আপনি প্রিমিয়াম একাউন্ট আর টিশার্ট পেয়ে যাবেন। খুব একটা কঠিন হবে না।
যারা জানেন না Tut+ কী তাদের জন্য বলি Tut+ হল দারুন ও বহুল জনপ্রিয় একটি ইংলিশ প্রিমিয়াম টিউটোরিয়াল ও রিসোর্স সাইট যেখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স সহ আরও বেশ কিছু সেক্টরের জন্য ভিডিও টিউটোরিয়াল, ইবুক ও বিভিন্ন প্রিমিয়াম কন্টেন্ট পাওয়া যায়। যার মাধ্যমে আপনি ঘরে বসে নিজে নিজে সেল্ফ লার্নিং এর মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স সহ আরও নানা বিষয় শিখতে ও আয়ত্ব করতে পারবেন। Tut+ একটি প্রিমিয়াম সাইট অর্থাৎ ভিডিও টিউটোরিয়াল, ইবুক ও বিভিন্ন প্রিমিয়াম কন্টেন্ট এর একসেস পেতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে আপনাকে এই সাইটের সদস্য হতে হয় আর New Relic তাদের সাইটের প্রোমোশনের অংশ হিসেবে এই প্রিমিয়াম সাইটের অ্যাক্সেস ও তাদের নিজেদের টি-শার্ট ফ্রিতে প্রদান করছে।
অফারটির অফিসিয়াল ঘোষণা দেখতে পারেন এখান থেকে।
এই অফারটি পাওয়ার জন্য আমরা আমাদের পিসি আর ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আমাদের পিসিতে একটি সার্ভার তেরি করবো এবং নিউরেলিকের ওয়েব এজেন্ট ইন্সটল করব। সঠিক ভাবে প্রতিটি ধাপ সম্পন্ন করলে। নিউরেলিক থেকে স্বয়ংক্রিয় ভাবে আপনার ইমেইল একাউন্টে ২টি ইমেইল যাবে। একটি Tut+ এর প্রিমিয়াম একাউন্টের কুপন কোড ও আরেকটি টিশার্ট এর জন্য যেখানে টিশার্ট ডেলিভারির ঠিকানা দেবার প্রয়োজনীয় নির্দেশনা থাকবে।
আমি এখানে একদম ধরে ধরে সব স্টেপ গুলো দেখাব। তাই অভিজ্ঞ ভাইয়েরা একটু বিরক্ত বোধ করতে পারেন তা আগেই বলে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক।
মনে রাখবেন
- এই কাজ ৩১শে ডিসেম্বর এর মধ্যেই করতে হবে। কারণ এই অফারটি নিউরেলিক ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত ভ্যালিড রাখবে।
- অবশ্যই আপনাকে এই টিউনের স্টেপ-৫ দেওয়া নিউরেলিকের প্রমো লিংক থেকেই সাইনআপ করতে হবে। উল্লেখিত প্রমো লিংক ছাড়া নিউরেলিকের সাইটে সরাসরি সাইনআপ করলে আপনি অফারের আওতায় পরবেন না।
যা যা লাগবে
১) JDk ও Apache Tomcat সফটওয়্যার।
২) যে কোন কনফিগারেশন ও ইন্টারনেট সংযোগ।
৩) টিউনটি পড়ার জন্য উপযুক্ত ধৈয্য।
যা যা পাবেন
- Tut+ এর ১ বছরের ১টি প্রিমিয়াম অ্যাকাউন্ট
- ১টি চমৎকার, দারুনও সুদৃশ্য Greeky টি-শার্ট
আসুন শুরু করি
আপনাদের সুবিধার জন্য নিচে একটি কমপ্লিট ভিডিও টিউন প্রকাশ হল। কিছু পারসোনাল সমস্যার জন্য পুরো টিউনটি আমার পক্ষ থেকে তৈরি করেছেন রাজিবুল হাসান । এই ভিডিও টিউনের পাশাপাশি নিচে পুরো টিউন টি লিখিত আকারে বর্ণনা করা আছে যেন আপনারা প্রতিটি ধাপ পড়ে পড়ে বুঝে করতে পারেন।
স্টেপ-১ প্রথমে এখান থেকে JDk আপনার ওএস অনুযায়ী ডাউনলোড করে ইন্সটল করুন। এরপর আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী Apache Tomcat জিপ ফাইলটি এখান থেকে নামিয়ে নিন।
স্টেপ-২ আপনার কম্পিউটার থেকে my computer>propreties যান। সেখান থেকে Advanced system settings এ ক্লিক করুন। Advanced ট্যাব থেকে Environment Variables... এ যান।
স্টেপ-৩ এখন system variables থেকে new সিলেক্ট করুন। Variable name এ JAVA_HOME ইনপুট দিন এবং Variable value তে আপনার ইন্সটল করা JDk এর লোকেশনের পাথ পেস্ট করেন। আমি লোকেশন এড্রেস হল C:\Program Files\Java\jdk1.7.0_45 তাই আমি সেটা system variable এ পেস্ট করেছি। কাজ হয়ে গেলে ok দিয়ে বেরিয়ে আসুন।
স্টেপ-৪ এবার apache tomcat ফোল্ডারটিকে আপনার সি ড্রাইভে কপি করুন এবং টমক্যাট ফোল্ডার থেকে bin এ যান এবং startup.bat এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন । টমক্যাট কে মিনিমাইজ করে রাখুন। নিচের ছবিটি দেখুন।
এবার tomcat সার্ভারে ঠিক মত কাজ করছে কিনা দেখতে ব্রাউজারে গিয়ে লিখুন localhost:8080 . কাজ না করলে পুনরায় চেষ্টা করুন। আপনার পিসি রিস্টার্ট করে নিন। আপনার কাজ শেষ।
বুঝতে প্রবলেম হলে নিচের ভিডিও টি দেখে সমাধান করে নিন।
স্টেপ-৫ Newrelic থেকে সাইন আপ করতে হবে। প্রথমে এখানে যান। Create My Free Account এ ক্লিক করুন। Step one এ আপনার নাম, মোবাইল নাম্বার, সঠিক ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, কান্ট্রি সিলেক্ট করে NEXT এ যান। Step two তে আপনার ইচ্ছা মত প্রথম চারটা ঘর পুরন করুন এবং What would you like to monitor? এখানে Java নির্বাচন করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন আপনার ইমেইল এ যান এবং সেখান থেকে নিউরেলিক থেকে আসা মেইলটি ভেরিফাই করে ফেলুন।
স্টেপ-৬ নিচের মত নতুন পেজ ওপেন হবে। সেখান থেকে Web apps সিলেক্ট করলে আরেকটি পেজ আসবে। সেখান থেকে Get Started ক্লিক করতে হবে। এখন apache tomcat থেকে আগের মত bin>startup.bat এ ক্লিক করে tomcat টি মিনিমাইজ করে রাখুন। (এটা গুরুত্বপূর্ণ)
এখন সেখান থেকে Choose your language হিসেবে JAVA সিলেক্ট করে Get your license key লিঙ্কে ক্লিক করুন। এবার New Relic Java agent টি ডাউনলোড করে ফেলুন। Install the agent হিসেবে আমি এখানে windows দেখিয়েছি। লিনাক্স ব্যবহার কারীরা সেখানকার নির্দেশনা অনুযায়ী করে নিতে পারবেন। সেখান থেকে windows সিলেক্ট করুন।
স্টেপ-৭ ডাউনলোড করা newrelic agent ফাইল টি এক্সট্রাক করুন। এবং সেটা apache tomcat ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিন। এইভাবে - C:\apache tomcat\newrelic ।
এবার কিবোর্ড থেকে Shift বাটন চেপে রেখে apache tomcat এর ভেতরে রাখা newrelic ফোল্ডারটির উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন এবং open command window here সিলেক্ট করলে নিচের মত কমান্ড বার দেখতে পাবেন।
এখন সেখানে java -jar newrelic.jar install লিখে ইন্টার দিন। newrelic agent টি ইন্সটল হবে।
যাদের নিউরেলিক ইন্সটল করতে সমস্যায় পড়েছিলেন তারা নিচের ভিডিও দেখে সমাধান করতে পারবেন।
এবার আগের মিনিমাইজ করে রাখা tomcat টি কেটে দিয়ে নতুন করে রিস্টার্ট দিন মানে আবার bin প্রথমে shutdown.bat টি ওপেন করুন কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার আবার startup.bat টি ওপেন করুন।
স্টেপ-৮ এবার নিচের ছবির মত Connect to my application লিঙ্কে ক্লিক করুন।
উপরের সব প্রসেস ঠিক থাকলে নিচের মত ছবি আসবে।
আপনার আর কিছু করতে হবে না। এই লিঙ্কে ক্লিক করলেই আপনার দেয়া ইমেইল এ চলে যাবে newrelic এর পক্ষ থেকে প্রিমিয়াম অ্যাকাউন্ট এর আক্সেস কোড।
এখন আপনার দেয়া মেইলটি চেক করুন। আমাকে পাঠানো তাদের মেইল।
প্রথমে ওদের পাঠানো প্রথম মেইল থেকে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে। এর পর আপনাকে পর পর আরও তিনটি ইমেইল পাঠানো হবে একটা rewrelic এর মার্কেটিং এর জন্য, বাকি দুইটি হল Tut+ primium code ও T-shirt। প্রিমিয়াম কোড এর মেইল এ ক্লিক করে Tut+ এ সাইন আপ পেজ আসবে। দেখুন।
সেখান থেকে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে দেয়া কুপন কোড টি Join Now এ ক্লিক করুন। আপনি পেয়ে যাবেন ১ বছরের জন্য Tut+ এর প্রিমিয়াম অ্যাকাউন্ট এর মালিক।
এতক্ষণ তো অনেকেই বিরক্ত হয়ে গেছেন দেখতে দেখতে । কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট পাবার পর এগুলোর কথা কিছুই মনে থাকবে না। মনে রাখবেন ভালো কিছু ফ্রীতে পেতে হলে একটু কষ্ট সবাইকেই করতে হয়।
আরেকটা কথা, তাদের এই ফ্রী অফার চলবে আগামি ৩১ ডিসেম্বর ২০১৩ পর্যন্ত। তাই যত তাড়াতাড়ি পারেন ফ্রীতে লুফে নিন একটি ফ্রী প্রিমিয়াম অ্যাকাউন্ট ও একটি দুর্দান্ত টি-শার্ট।
কৃতজ্ঞত হলে অব্যশই নিচের দুটি কাজ করুন
আমরা অনেক কিছু পেয়েও কৃতজ্ঞতা স্বিকার করতে চাই না। একজন টিউনারের সকল চাওয়া পাওযাই হল আপনাদের টিউমেন্ট আর উৎসাহ। তাই আপনি যদি কৃতজ্ঞ হোন তবে
- ১. সফল হলে সাথে সাথে এই টিউনে টিউমেন্ট করে জানান।
- ২. যত পারুন ফেসবুক এ টুইটারে এই টিউনটি শিয়ার করুন এবং অন্যকে সুযোগ করে দিন।
কোন প্রবলেম হলে জানান। আমি নিজে করে এই সব স্ক্রীনসর্ট গুলো দিয়েছি। আর কেউ আবার ভুয়া বলে টিউনারকে গালি দিবেন না। এখানে যা লেখা হয়েছে সবই প্রমাণিত। ভালো থাকবেন।
0 comments:
Post a Comment